নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : জন্মদিবসে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গান্ধীজীকে শ্রদ্ধা জানানোর পর রাজঘাটে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। টুইটারেও তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন মোদী। গান্ধীজয়ন্তীতে সারা দেশেই আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ গান্ধীজীর ১৪৭ তম জন্মদিবস। একইদিনে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী শাস্ত্রীর ১১২ তম জন্মদিবস। প্রধানমন্ত্রী ছাড়াও উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি গান্ধীজীকে শ্রদ্ধা জানিয়েছেন।-
2016-10-02