নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সংসদের স্থায়ী কমিটির বিভিন্ন পদে পরিবর্তন করতে চলেছে তৃণমূল কংগ্রেস| দুটি কমিটির চেয়ারম্যান পদে বদল আনা হচ্ছে| লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানকে এই বদলের আর্জি জানিয়ে চিঠি দিয়েছে তৃণমূল সংসদীয় দল| সরানো হচ্ছে দুই সাংসদকেও|
সংসদের দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বদল করছে তৃণমূল কংগ্রেস| রেলের স্থায়ী কমিটিতে দীনেশ ত্রিবেদীর জায়গায় আসতে পারেন সুদীপ বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়| কে ডি সিংয়ের জায়গায় পরিবহণের স্থায়ী কমিটির চেয়ারম্যান হতে পারেন মুকুল রায়| বদলের কথা জানিয়ে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে তৃণমূল|
বিধানসভা নির্বাচনের মুখে নারদ কাণ্ড নিয়ে দলবিরোধী মন্তব্য করেছিলেন দীনেশ ত্রিবেদী| তৃণমূল তাঁকে সতর্কও করে| এবার স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ হারাতে হচ্ছে তাঁকে| লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়ছে| পরিবহণের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ হারাচ্ছেন কে ডি সিং | এই পদের দায়িত্ব পেতে পারেন রাজ্যসভার সাংসদ মুকুল রায় |অভিষেক বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন| প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হলেন অভিনেতা দেব| খাদ্য ও উপভোক্তা কমিটির সদস্য হয়েছেন মিঠুন চক্রবর্তী| তৃণমূল সাংসদ তথা অভিনেতা সন্ধ্যা রায়কে বিজ্ঞানও প্রযুক্তি স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে| শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের প্রতিনিধি অভিনেতা মুনমুন সেন|
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে কিছুটা জায়গা ফিরে পেয়েছেন |একসময় দলের সেকেন্ড-ইন-কম্যান্ড মুকুল রায়| স্থায়ী কমিটির চেয়ারম্যান হওয়া মুকুলের গুরুত্ব আরও বাড়ারই ইঙ্গিত মিলেছে| এই বদলের কোনও বৃহত্তর রাজনৈতিক তাত্পর্য হয়তো নেই| কিন্তু, সংসদীয় কমিটিতে এই পরিবর্তনে কার্যত তৃণমূলনেত্রীর সাংগঠনিক রদবদলেরই ছায়া পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা|