মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের কান্দিভালি এলাকায় বহুতলে বিধ্বংসী আগুন| বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ কান্দিভালি এলাকার একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকলকর্মীরা| ঘটনাস্থলে পৌঁছয় একাধিক অ্যাম্বুল্যান্স|
দমকল জানিয়েছে, কান্দিভালি এলাকায় হিরানন্দানী টাওয়ারের ৩২ তলা থেকেই ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা| মুহূর্তেই তা বড় আগুনের রূপ নিয়ে নেয়| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৮টি ইঞ্জিন| আবাসনটি ফাঁকা করে দেওয়া হয়| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়যন্ত্রণে আনে দমকলবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কী ভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করা হচ্ছে|