নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশ দিয়ে রাজ্যে আসল পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কার ট্রাক৷ শনিবার রাতে
কৈলাসহরের মনু ল্যান্ড কাস্টম দিয়ে দশটি ট্যাঙ্কার আসে৷ এর মধ্যে একটি এলপিজি বুলেট এবং বাকি নয়টি ডিজেল ও পেট্রোলের ট্যাঙ্কার ট্রাক৷ এদিন বাংলাদেশের সিলেট, মৌলবি বাজার হয়ে মনু ল্যান্ড কাস্টম দিয়ে রাজ্যে প্রবেশ করে এই দশটি ট্যাঙ্কার ট্রাক৷ এখানে চালক ও অন্যান্যদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, মহকুমা শাসক, পুলিশ সুপার, বিএসএফের পদস্থ আধিকারীকরা৷ তপন চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় সড়ক বেহাল অবস্থায় থাকার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে পেট্রোপণ্য নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতার তিনি প্রশংসা করেছেন পাশাপাশি বাংলাদেশ সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷
গুয়াহাটি থেকে পেট্রোপণ্যবাহী ট্যাঙ্কারগুলি বাংলাদেশে যায় সেখানে থেকে ত্রিপুরায় আসে৷ জুলাইয়ের ১৮ তারিখ বাংলাদেশের রাজধানী ঢাকায় সেই দেশের মহাসড়ক মন্ত্রকের সাথে আইওসির মৌ হয়েছে৷ গুয়হাটি থেকে এই ট্যাঙ্কার ট্রাক মেঘালয়ের ডাওকি সীমান্ত দিয়ে বাংলাদেশে যায়৷ সেখানে থেকে কৈলাসহর সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে৷ প্রথম পর্যায়ে দশটি ট্যাঙ্কার পেট্রোপণ্য নিয়ে গুয়হাটি থেকে যাত্রা করে সাতই সেপ্ঢেম্বর৷ গত ২৯ আগষ্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল৷
2016-09-11
