পোপ ফ্রান্সিসকে বালুচরি জ়ডানো বাংলা বাইবেল উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভ্যাটিকান ও কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.) : মাদার টেরিজাকে সন্ত হিসেবে সম্মানিত করার দিনেই পোপ ফ্রান্সিসকে বালুচরি mmamataজ়ডানো বাংলা ভাষায় বাইবেল উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পোপ মাদারকে সন্ত ঘোষণা করার পরই মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারাল সিস্টার প্রেমা ও কলকাতার আর্চ বিশপ থমাস ডিসুজা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই পবিত্র ধর্মগ্রন্থ পোপের হাতে তুলে দেন| এই উপহার পোপের হাতে তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রীও টুইট করেন|
রবিবার ভ্যাটিকান সিটিতে মাদারকে সন্ত হিসেবে সম্মানিত করার মুহূর্তে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ১২ জনের সরকারি প্রতিনিধি দল নিয়ে মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে রোমে গিয়েছিলেন| তাঁর সঙ্গে রয়েছেন দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়ান ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে যেতেও দেখা যায়|