২ টাকা বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের| সিলিন্ডার পিছু ২টাকা করে দাম বাড়ছে| এই নিয়ে পরপর তিনমাস দাম বাড়ানো হল রান্নার গ্যাসের| এর আগে আগস্ট ১ তারিখ দাম বেড়েছিল রান্নার গ্যাসের|
নতুন দাম বাড়ার ফলে দিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম পড়বে ৪২৫.০৯ টাকা| আগে এই দাম ছিল ৪২৩.০৯ টাকা| গত পয়লা আগস্ট সিলিন্ডারপিছু ১ টাকা ৯৩ পয়সা বেড়েছিল গ্যাসের দাম| পাশাপাশি, ভর্তুকিহীন সিলিন্ডার পিছু গ্যাসের দামও বাড়ানো হয়েছে| প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২০ টাকা ৫০ পয়সা|