ইউএস ওপেনে শুরুতেই বিদায় নিয়ে হতাশ করলেন রিওয় সোনা জয়ী মোনিকা

নিউ ইয়র্ক, ৩১ আগস্ট (হি.স.) : হতাশ করলেন রিও অলিম্পিকে টেনিস মহিলাদের সিঙ্গলসে সোনা জয়ী মোনিকা| রিওয় সোনা US OPENজিতেই মোনিকা নেমেছিলেন ইউএস ওপেনে| সবার চোখ ছিল ছোট্ট দেশের ঐতিহাসিক সোনাজয়ীর দিকে| কিন্তু ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন পুয়ের্তো রিকোর হয়ে ইতিহাস গড়া বছর বাইয়ের মোনিকা | টুর্নামেন্টের ৩২ তম বাছাই মোনিকাকে স্ট্রেট সেটে হারলেন ৬১ তম বাছাই চিনের ঝেং সাইসাই| ম্যাচের ফল ৬-৪,৬-২|
অলিম্পিক শুরু আগে সোনা জেতার ব্যাপারে একেবারও তার নাম ওঠেনি| মোনিকার এ হেন ঐতিহাসিক, অপ্রত্যাশিত সোনা জয় তাঁকে নিয়ে আলাদা উত্সাহ তৈরি করেছে| দেশের হয়ে প্রথম সোনা জেতা মোনিকার এহেন হারে হতাশ সবাই| কারণ মোনিকাকে এবারের ইউ এস ওপেন জয়ের ব্যাপারে ফেভারিট মনে করা হচ্ছিল|