নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): ৱুধবার, ৩১ আগস্ট থেকে তিন দিনের জন্য আমেঠি সফরে যাচ্ছেন কংগ্রেসের সহ-সভাপতি
রাহুল গান্ধী| টুইট করে রাহুল জানিয়েছেন, ‘৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর আমেঠিতে থাকছি| সবার সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ|’ রাহুলের টুইটের পর জেলা কংগ্রেস প্রধান যোগেন্দ্র মিশ্র বলেছেন, ‘ৱুধবার সন্ধ্যায় আমেঠিতে এসে পেঁৗছবেন রাহুল গান্ধী|’
যোগেন্দ্র মিশ্র জানিয়েছেন, পরের দিন ১ সেপ্টেম্বর, মুন্সীগঞ্জের গেস্ট হাউসে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত্ করবেন রাহুল গান্ধী| ওই দিনই জগদীশপুর বিধানসভা কেন্দ্রের জাফরগঞ্জে একটি জনসভায় ভাষণ দেবেন কংগ্রেস সহ-সভাপতি| এরপর ২ সেপ্টেম্বর, আমেঠির সাংসদ রাহুল গান্ধী জেলা সতর্কতার দরুণ একটি মিটিংয়ে যোগদান করবেন| এরপর কমিটি পর্যবেক্ষণ করে দিল্লি ফিরবেন তিনি|
2016-08-31

