চেন্নাই, ৩১ আগস্ট (হি.স.) : এবার ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করবেন ডারেন স্যামি| ভারতীয় চলচ্চিত্রে এবার দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ককে| ভারতীয় ওপেনার মুরলি বিজয়ের সঙ্গে একটি তামিল সিনেমায় অভিনয় করবেন স্যামি| আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার সারগুনাম এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন| তামিলনাড়ুর এই অলরাউন্ডারই বাল্যবন্ধু মুরলি বিজয় ও স্যামিকে তামিল সিনেমায় নিয়ে আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন| বিজয় এবং স্যামি ইতিমধ্যেই তামিল সিনেমা কারথি সেভেন্টি সেভেনের প্রোমোতেও অংশ নিয়েছেন| প্রসঙ্গত এর আগে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন ডোয়েন ব্র্যাভো|