কারফিউ শিথিল কাশ্মীরে, বিচ্ছিন্নতাবাদীদের বনধ অব্যাহত

শ্রীনগর, ৩০ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গা থেকে কারফিউ প্রত্যাহার করা হলেও, এখনও স্তব্ধ ভূস্বর্গের J&Kস্বাভাবিক জীবনযাপন| কারণ, মঙ্গলবারও কাশ্মীর উপতক্যায় অব্যাহত রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘মঙ্গলবার পুলওয়ামা টাউন থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে| শ্রীনগরের নওহাট্টা এবং মহারাজগঞ্জ ছাড়া কাশ্মীরের অধিকাংশ জায়গা থেকেই ইতিমধ্যে কারফিউ প্রত্যাহার করা হয়েছে| তবে, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য বহাল থাকছে ১৪৪ ধারা|’
কারফিউ শিথিল হওয়ার পর এখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভূস্বর্গে| স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধিদল যাবে| নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|