BRAKING NEWS

বামফ্রন্ট সরকারকে বাঁকা পথে ঠেলে ফেলার চক্রান্ত হচ্ছে ঃ ডিওয়াইএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷ সোমবার আগরতলা সিটি সেন্টারের DYFIসামনে শহীদান দিবস উপলক্ষ্যে বক্তব্য  রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, বাম ছাত্র যুব সংগঠন যখন শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে মিছিল করছে ঠিক সে সময়ে ষড়যন্ত্রকারীরা  সক্রিয় হয়ে উঠেছে৷ তারা রাজ্যের মানুষের চোখের মণি বামফ্রন্ট সরকারকে পেছন দিক থেকে বাঁকা পথে ঠেলে ফেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে৷ এসব বিষয়ে জনগণকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ গত ২৩ আগস্টের ঘটনা উল্লেখ করে অমল চক্রবর্তী বলেন, এর পেছনে ষড়যন্ত্রকারীদের যথেষ্ট মদত ছিল৷ তাদের মদতেই রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু রাজ্যের শান্তিকামী জনগণ অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ষড়যন্ত্রের শিকার হয়ে আতঙ্কে যেসব মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীরা আগরতলা শহর এলাকা ছেড়ে বাড়িঘরে ফিরে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ছাত্র যুব সংগঠন বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে৷ তিনি বলেন রাজ্যে উন্নয়নের মূল সোপান হল জাতি উপজাতি ঐক্য ও মেলবন্ধন৷ এই ঐক্য ও মেলবন্ধনের মধ্যে চির ধরানোর যে কোন প্রয়াস ব্যর্থ করতে ছাত্র যুব সমাজকে আরো এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *