শ্রীনগর, ২৯ আগস্ট (হি.স.): ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর উপত্যকা| টানা ৫১ দিন পর সোমবার, ভূস্বর্গের
অধিকাংশ জায়গা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে| তবে পুলওয়ামা জেলা এবং শ্রীনগরের নওহাট্টা এবং মহারাজগঞ্জে কারফিউ বহাল থাকছে| বহাল থাকছে ১৪৪ ধারাও| যার ফলে ১০ জন বা তার বেশি মানুষ জমায়েত হতে পারবেন না| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, `পুলওয়ামা এবং শ্রীনগরের নওহাট্টা এবং মহারাজগঞ্জ ছাড়া কাশ্মীরের অধিকাংশ জায়গা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে|’
গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা| সংঘর্ষে এখনও পর্যন্ত ৭০ জনের প্রাণ গিয়েছে| রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির বার্তা দিয়ে বলেছিলেন, `একতা ও মমতা এই দুই মন্ত্রে কাশ্মীরের অচলাবস্থা দূর করা হবে|’ এর পরদিনই অধিকাংশ জায়গা থেকে কারফিউ তুলে নেওয়া হল
2016-08-30
