নিউ ইয়র্ক, ২৯ আগস্ট (হি.স.) : সোমবার থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন| ১৩৬তম গ্র্যান্ড স্লাম শুরু হচ্ছে নিউইয়র্কের ফ্ল্যাশিং
মিডোর বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে | চলবে এক পক্ষকাল ব্যাপি বছরের শেষ গ্র্যান্ড স্লাম | এবারের ইউএস ওপেনে পুরুষদের পাঁচ শীর্ষ বাছাই হলেন-নোভাক জোকোভিচ (সার্বিয়া), অ্যান্ডি মারে (গ্রেট ব্রিটেন, স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড), রাফায়েল নাদাল (স্পেন), মিলোস রাওনিচ (কানাডা| আর এই যুদ্ধের পঞ্চকন্যারা হলেন- সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি), গারবিনিয়ে মুগুরুজা (স্পেন), আগ্নিয়েস্কা রাদনাওস্কা ( পোল্যান্ড), সিমোনা হালেপ (রোমানিয়া)|
তবে ১৯৯৮ সালের পর এই প্রথম ইউএস ওপেনে নেই সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার| অন্যদিকে অবসর নেওয়ায় এবার নেই মহিলাদের এককের বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা|-
2016-08-30

