ব্রাসেলস, ২৯ আগস্ট (হি.স.): জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস| সোমবার বিস্ফোরণে কেঁপে
ওঠে ব্রাসেলস ইনস্টিটিউট অফ ক্রিমিনোলজি| স্থানীয় প্রশাসন জানিয়েছে, বহুতলটি খালি থাকায় হতাহতের কোনও খবর নেই|
স্থানীয় সময় সোমবার ভোর ৩টে নাগাদ ব্রাসেলস ইনস্টিটিউট অফ ক্রিমিনোজির বাইরের বেষ্টনীতে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি| এরপর একজন বা তার বেশি হামলাকারী গবেষণাগারের সামনে একটি বোমা ফাটায়| সঙ্গে সঙ্গে এলাকায় আগুন ধরে যায়| ব্রাসেলস পুলিশ জানিয়েছে, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে| ঘটনার সময় বহুতলটি খালি ছিল, তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি| উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোয় আইসিস-এর হামলায় প্রাণ হারিয়েছিলেন ৩২ জন|
2016-08-30

