বাগদাদ, ২৯ আগস্ট (হি.স.) : ইরাকের দক্ষিণাঞ্চলের কারবালা নগরীর নিকটবর্তী আইন আল তামের শহরে জঙ্গি সংগঠন
ইসলামিক স্টেট-র হামলায় কমপক্ষে ১৮ জনের মৃতু্য হয়েছে বলে জানা গিয়েছে| এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন|
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার আইন আল তামেরের শহরতলীর একটি এলাকায় স্বংয়ক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলা চালায়| হামলায় মারা যায় একই পরিবারের পাঁচজন| হামলার পরই এই ঘটনার দায় স্বীকার করে আইএস| আইন আল তামের শহরটি শিয়া সম্প্রদায়ের পবিত্র নগরী কারবালার ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত| সম্প্রতি ইরাকি বাহিনীর অভিযানের মুখে উত্তর অঞ্চলের ফালুজা নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইরাক জুড়ে হামলা বাড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন আইএস|
2016-08-30

