বিকাশ সব সমস্যার সমাধান করতে পারে : রঘুবর দাস

রাঁচি, ২৯ আগস্ট (হি.স.) : বিকাশ এমন রাস্তা যা সব সমস্যার সমাধান করতে পারে| এমনটাই মনে করেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী Raghubar-Dasরঘুবর দাস| সোমবার ঝাড়খন্ডে হিন্দুস্থান সমাচারের ‘বিকাশ সংবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলে তিনি বলেন, নকারাত্মক চিন্তা থেকে নিরাশা আসে| পাশাপাশি তথাকথিত বুদ্ধিজীবীদের সমালোচনা করে তিনি বলেন, নকারাত্মক চিন্তা থেকে খ্যাতি পাওয়া যায় কিন্তু সাধানায় সিদ্ধি লাভ করা যায় না|

এদিন হোটেল বিএনআর চাণক্যতে আয়োজিত ওই আলোচনা সভায় তিনি আরও বলেন, আমাদের সরকার সবার সাথে সবার বিকাশ এই চিন্তা নিয়ে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী| তিনি বলেন, দেশের লোকের স্বপ্ন ভারতবর্ষ আর্থিক দিক থেকে শক্তিশালী ও বিশ্বগুরুর আসনে বসবে| এবিষয়ে তিনি রাষ্ট্রবাদী দার্শনিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের উল্লেখ্য করে বলেন, সমাজের অন্তিম ব্যক্তির কাছে যখন বিকাশের সুবিধা পৌঁছবে তখনই সেই স্বপ্ন সফল হতে পারে| আর সেই চেষ্টায় করে চলেছে বর্তমান কেন্দ্র সরকার|হিন্দুস্থান সমাচার| ২৯০৮২০১৬