রোম, ২৮ আগস্ট (হি.স.) : মধ্য ইতালির পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে| সিভিল
প্রোটেকশন এজেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে| নিহতদের মধ্যে আমেত্রিক নগরীতেই ২৩০ জন| আরকোয়াটোয় ৪৯ জন এবং আকুমলিতে ১১ জন রয়েছে|
সংস্থাটি জানায়, ২৩৮ জনকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে| রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন রোমানিয়ান রয়েছে| এছাড়া নিখোঁজ রয়েছেন অনন্ত ১৬ জন| ভয়াবহ ভূমিকম্পে মৃতদের স্মরণে একদিনের জাতীয় শোক পালন করছে দেশের সরকার| এ শোক উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্যতম শহর আরকোয়াটো এলাকায় নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন|
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ভোররাতে শক্তিশলী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে|
2016-08-29

