BRAKING NEWS

২৩/৮ আগরতলা সংঘর্ষে যারা জড়িত প্রকাশ্যে আনব আমরা ঃ সুদীপ বর্মন, পৃথক রাজ্যের দাবী অসাংবিধানিক নয় সিপিএম ভুল ব্যাখ্যা করছে ঃ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ ২০১৮ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিমন্ডল Sudip Roy Barmanক্রমশ নয়া মোড় নিচ্ছে৷ নতুন নতুন বিষয় প্রকাশ্যে আসছে৷ সমতলে ও পাহাড়ের মানুষের মন জয় করার জন্য রাজনৈতিক দলগুলির তৎপরতা চলছে৷ যেখানে পৃথক রাজ্যের দাবীর বিরুদ্ধে জোর সওয়াল করা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের বক্তব্যে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে৷ পৃথক রাজ্যের দাবীদারদের সমর্থনে মুখ খুলে শাসক দল সিপিএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তিনি৷ আইপিএফটি পৃথক রাজ্য তথা তিপ্রাল্যান্ডের যে দাবী তুলেছে তা অসাংবিধানিক নয় বললেন সুদীপ বর্মন৷ বিচ্ছিন্নতাবাদী শ্লোগন না৷ শ্রীবর্মনের অভিযোগ সিপিএম আইপিএফটির দাবীকে বারবার জনগণের কাছে ভুল ব্যাখ্যা করছে বিচ্ছিন্নতাবাদীদের দাবী বলে৷ সিমনা তমাকারী কেন্দ্রে আইপিএফটিকে তৃণমূল সমর্থন করেছে৷ কিন্তু, তৃণমূল পৃথক রাজ্যের দাবীকে সমর্থন করেনা৷ আইপিএফটি যে দাবী তুলেছে তার জন্য দায়ী বামফ্রন্ট সরকার৷ উপজাতিদের অনুন্নয়নের জন্য আইপিএফটি পৃথক মুখ্যমন্ত্রী, পৃথক রাজ্য চাইছে৷ তারা দেখেছে উত্তর পূর্বাঞ্চলের উপজাতি অংশের মানুষ ক্রমশ এগিয়ে যাচ্ছে৷ আর এরাজ্যে তারা পিছিয়ে রয়েছে৷ শ্রীবর্মন আরও বলেন, এরাজ্যে এডিসি এলাকায় ইনার লাইন পারমিটের দাবী তো সিপিএম করেছিল অতীতে৷ তিনি বলেন আইপিএফটিকে সমর্থন দেওয়ায় চিন্তার ভাজ দেখা দিয়েছে শাসক গোষ্ঠীর কপালে৷ ২৩ আগষ্ট যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জন্য আইপিএফটিকে দায়ী করা হয়েছে৷ এর পেছনে প্রধান কারণ হিসেবে সুদীপ রায় বর্মনের অভিযোগ আগামীদিনে যাতে কোন রাজনৈতিক দল আইপিএফটির সাথে জোট গঠন না করতে পারে৷
মঙ্গলবার আগরতলায় আইপিএফটির মিছিলকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জন্য শাসক দল সিপিএমকে দায়ী করেছেন সুদীপ রায় বর্মন৷ রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের প্রতিবাদে শনিবার রাজধানী আগরতলায় তৃণমূল কংগ্রেসের এক মিছিল সংগঠিত হয়৷ মিছিল শুরু আগে সুদীপ রায় বর্মন সাংবাদিকদের জানিয়েছে ২৩/৮ আগরতলায় আইপিএফটির মিছিলকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার জন্য দায়ী সিপিএম৷ এই দলের গুন্ডা পান্ডারা পরিকল্পিতভাবে মিছিলে হামলা সংগঠিত করেছে৷ রাজ্যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে৷ ১৯৮০ জুনের দাঙ্গার সময় ক্ষমতায় ছিল সিপিএম৷ গত ২৩ আগষ্টও রাজ্যে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছিল সিপিএম৷ ঐদিনের হামলার সাথে যারা যুক্ত তাদের চেহারা তৃণমূল খুব শীঘ্রই প্রকাশ করবে৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে যে কয়েকজনের ছবি প্রকাশ করা হয়েছে তারা গোটা রাজধানীতে তান্ডব চালিয়েছে, এটা কি করে সম্ভব প্রশ্ণ তুলেছেন সুদীপ রায় বর্মন৷ তিনি অভিযোগ করেছেন, শাসক দল সিপিএম পরিকল্পিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেছে৷ তিনি বলেন, ঐদিন সূর্য্য চৌমুহনীতে মিছিলে হামলার সাথে সাথে শহরের বিভিন্ন স্থানে একযোগে হামলা হয়৷ এটা পূর্ব পরিকল্পিত না হলে কিভাবে সম্ভব৷
মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার জন্য হাইকোর্টের একজন বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করার জন্য দাবী জানিয়েছেন৷ পাশাপাশি তিনি এরাজ্যের শান্তিপ্রীয় মানুষের কাছে আবেদন জানিয়েছেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য৷ সুপীর রায় বর্মন আহ্বান জানিয়েছেন, যারা আতঙ্কিত হয়ে আগরতলা ছেড়ে চলে গিয়েছেন তারা যেন আগরতলায় ফিরে আসেন৷ ভীত সন্ত্রস্ত হওয়ার কোন সুযোগ নেই৷ এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন সুদীপ রায় বর্মন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *