২৩/৮ সংঘর্ষে যুক্ত অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে, স্বাভাবিক ছন্দে ফিরছে আগরতলা কেন্দ্রীয় বাহিনীর টহল অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ ২৩ আগষ্ট আইপিএফটি আয়োজিত রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে আইপিএফটি PHOTO 1সমর্থকদের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে৷ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডি জি আজ মুখ্যমন্ত্রীকে অবহিত করেছেন এবং রাজ্য সরকার পরিস্থিতির উপর তীক্ষ্ন নজর রেখে চলেছে৷ পায়ে হেঁটে স্থায়ী পিকেট ও গাড়ীতে করে টহলের মাধ্যমে আগরতলা শহরের জোরদার নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে৷ শান্তি, শৃঙ্খলা রক্ষায় সি আর পি এফ রাজ্য সরকারকে সহায়তা করে চলেছে৷৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তা যে ১৪৪ ধারা জারী করেছেন তা আজ মধ্যরাত পর্যন্ত বজায় থাকবে৷ গুজব ছড়ানোর জন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে যে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে তা এখন তদন্তের পর্যায়ে রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় রাজ্য সরকার আবারও রাজ্যের শান্তিপ্রিয় অংশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন৷
আগরতলা ২৬ শে আগষ্ট ২০১৬ ইং রাজ্যে চলামান উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ ভারতীয় জনতা পার্টির ৮ সদস্যক এক প্রতিনিধিদল রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য সভাপতি বিল্পব কুমার দেবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সহ-সভাপতি রামপ্রসাদ পাল, রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, জনজাতি নেতা ও জনজাতি মোর্চার প্রভারী কুমার যিষ্ণু দেববর্মণ, রাজ্য সম্পাদক যাদব নাথ, রাজ্য উপজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিনয় রিয়াং, যুব মোর্চার সভাপতি টিংকু রায় ও জনজাতি নেতা বিমল চাকমা৷ বিজেপির প্রতিনিধি দলটি গত ২৩শে আগষ্টের মর্মান্তিক ঘটনা সম্বন্ধিত একটি দাবীসনদ রাজ্যপালের হাতে তুলে দেয়৷
রাজ্যপাল তথাগত রায়ের সাথে এক একান্ত আলোচনায় রাজ্য সভাপতি বিল্পব কুমার দেব এবং জনজাতি মোর্চার প্রভারী কুমার যিষ্ণু দেববর্মণ ২৩শে আগষ্টের ঘটনায় বিজেপির কর্মীদের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন রাজ্যপাল ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জানান যে ত্রিপুরার মতো জাতি-উপজাতি ঐক্য রাজ্যে এরকম ঘটনা একেবারেই কাম্য নয়৷ তিনি ভারতীয় জনতা পার্টির দেওয়া দাবীসনদ উল্লেখিত ৪টি দাবী নিয়ে বিশদ আলোচনা করেন এবং আশ্বাস দেন যে তিনি শীঘ্রই এই বিষয়টি নিয়ে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেবেন৷
রাজ্য সভাপতি শ্রী দেব রাজ্যপালের কাছে রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য একটি সর্বদলীয় শান্তি বৈঠক ডাকার আবেদন রাখেন৷ রাজ্য সভাপতি শ্রী দেব গতকাল একই দাবী রাজ্য সরকারের কাছেও রেখেছেন, যার এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *