BRAKING NEWS

ইতালির শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭৮

রোম, ২৭ আগস্ট (হি.স.) : ইতালিতে ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭৮ জনে দাঁড়িয়েছে| দেশের সিভিল earthquakeপ্রোটেকশন ডিপার্টমেন্ট এ খবর জানিয়েছে| এদের মধ্যে আমেত্রিক নগরে প্রায় ২১৮ জন মারা গিয়েছে| আর আর্কুয়াটায় ৪৯ জন এবং আকুমলিতে ১১ জন মারা গিয়েছে| সংস্থাটি জানায়, ২৩৮ জনকে ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং ২১০০ জন মানুষ ঘরছাড়া রয়েছেন| তারা আরও জানিয়েছে, মার্সি অঞ্চলে আর কোন ব্যক্তির নিখোঁজ থাকার খবর নেই| তবে আমেত্রিক নগরীতে এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন|
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ইতালির তিন শহর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *