গুজরাটে সাংবাদিক খুনে ধৃত ৩

জুনাগড়, ২৪ আগস্ট (হি.স.): গুজরাটের জুনাগড়ে সাংবাদিক কিশোর দেব খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করল Murderপুলিশ| গত সোমবার রাত ৯টা নাগাদ সংবাদপত্রের অফিসের মধ্যেই কিশোর দাভে (৫৩) নামে ওই সাংবাদিককে ছুরি মারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| ঘটনাস্থলেই মৃতু্য হয় ওই সাংবাদিকের| গুজরাটি দৈনিক ‘জয় হিন্দ’-এর জুনাগড়ের ৱু্যরো চিফ ছিলেন কিশোর দাভে| ঘটনার তদন্তে নেমে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| তদন্তকারীদের অনুমান, ব্যক্তিগত শত্রুতায় খুন করা হয়েছে ওই সাংবাদিককে| ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *