সমালোচনা গ্রহণ করতে শিখুন, সুপ্রিম কোর্টে তিরস্কৃত জয়ললিতা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টে তিরস্কৃত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা| আম্মাকে সুপ্রিম কোর্টের ধমক, jayalalita‘আপনি জননেত্রী| সমালোচনা হবেই| সেই সমালোচনা গ্রহণ করতে শিখুন|’ গত জুলাই মাসে অনলাইন পোর্টাল রেডিফ.কম-এর বিরুদ্ধে মানহানির মামলা করেন জয়ললিতা| অভিযোগ অনুযায়ী, জয়ললিতার ইমেজ কলঙ্কিত করতে চেয়েছিল রেডিফ.কম| ৱুধবার মামলার শুনানিতে আম্মাকে ধমক দিয়ে শীর্ষ আদালত জানায়, ‘অপনি জননেত্রী| সমালোচনা হবেই| সমালোচনা গ্রহণ করতে শিখুন|’
গত পাঁচ বছরে ২০০টি মানহানির মামলা করেছে এআইএডিএমকে সরকার| তার মধ্যে ৫৫টি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে| ৮৫টি মামলা বিরোধী দল ডিএমকে-র বিরুদ্ধে| এই নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী নেতা বিজয়কান্ত| জয়ললিতা আর তাঁর সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য প্রাক্তন এই অভিনেতার বিরুদ্ধে ২৮টি মানহানির মামলা দায়ের হয়েছে| এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, ‘একগাদা মানহানির মামলা করে প্রশাসনের অপব্যবহার করছে তামিলনাড়ু সরকার|’ মামলার পরবর্তী শুনানি আগামী ২১ সেপ্টেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *