প্যারিস, ২৩ আগস্ট (হি.স.) : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নেইমারকে ব্রাজিলে থাকার অনুমতি দিল বার্সেলোনা|
সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষেই নু্য ক্যাম্পে ফিরবেন ফুটবলে অলিম্পিকে সোনা জয়ী দলের এই নায়ক| তাঁর হাত ধরেই ঘরের মাঠে অধরা সোনার পদক জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা ব্রাজিল| এরই মধ্যে নেইমারকে রেখে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের দল ঘোষণা করেছেন কোচ আদেনর লিওনার্দো বাচ্চি|
এর আগে আশা করা হয়েছিল, অলিম্পিক শেষে ক্লাব সতীর্থদের সঙ্গে যোগ দেবেন নেইমার| তবে দলের অন্যতম সেরা তারকাকে খানিকটা বিশ্রামে রাখার পক্ষেই বার্সেলোনা কর্তৃপক্ষ| বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ দুটি শেষ করেই স্পেনে ফেরার অনুমতি দিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিক|
তাই আগামী রবিবার বার্সার অ্যাথলেতিক বিলবাও সফরে পাওয়া যাবে না নেইমারকে| নেইমারকে ছাড়াই লা লিগার শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করেছে কাতালানরা| নতুন মরশুমে নিজেদের প্রথম ম্যাচেই রিয়াল বেটিসের বিপক্ষে ৬-২ ব্যবধানের জয় পায় লুইস এনরিকের শিষ্যরা| লিওনেল মেসির জোড়া গোলের সঙ্গে হ্যাটট্রিক উল্লাসে মাতেন লুইস সুয়ারেজ|
2016-08-24

