BRAKING NEWS

ভারত-মায়ানমার সীমান্তে শক্তিশালী ভূকম্পন, কম্পনের মাত্রা ৫.৫

নেপিদ ও নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত| কম্পন অনুভূত হয়েছে earthquakeপ্রতিবেশী দেশ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ১১ মিনিট নাগাদ শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় ভারত-মায়ানমার সীমান্তে| ভূমিকম্পের উত্সস্থল ছিল মায়ানমারের শহর খাম্পাট থেকে ৫৭ কিলোমিটার দূরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *