আগরতলা, ২৩ আগস্ট (হি.স.): রিও অলিম্পিকে দেশবাসীকে গর্বিত করেছেন আগরতলার জিমন্যাস্ট দীপা কর্মকার|
সোমবারই বাড়ি ফিরেছেন তিনি| দীপাকে সম্মান জানাতে মঙ্গলবার ত্রিপুরার প্রতিটি স্কুল, কলেজ ও দু’টি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার| কিন্তু, সেই ছুটি মিস করলেন দীপাই| মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ত্রিপুরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পেঁৗছতে হল জিমন্যাস্ট দীপাকে| ডিসট্যান্স মুডে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী করছেন দীপা| এদিন সেই পরীক্ষাই ছিল আগরতলার জিমন্যাস্ট-এর| দীপা ছুটি উপভোগ করতে না পারলেও, এদিন অবশ্য ছুটির আনন্দ নিয়েছে ত্রিপুরার সমগ্র ছাত্র সমাজ|
রিও অলিম্পিকে পদক জিততে পারেননি ঠিকই, তবে দেশবাসীর মন জয় করে ফেলেছেন দীপা কর্মকার| মাত্র ০.১৫ পয়েন্টের জন্য অলিম্পিক পদক হাতছাড়া হয় দীপার| নজরকাড়া পারফরম্যান্সের পর সোমবারই বাড়ি ফেরেন আগরতলার মেয়ে| তাঁকে বরণ করে নেয় ত্রিপুরা সরকার|হিন্দুস্থান সমাচার|