ঘরের অলিম্পিকে ব্রাজিলকে শেষ সোনা এনে দিল পুরুষ ভলিবল দল

রিও ডি জেনইরো, ২২ আগস্ট (হি.স.) : রিও অলিম্পিকে ব্রাজিলকে শেষ সোনা এনে দিল পুরুষ ভলিবল দল| ফাইনালে brlargeইতালিকে হারিয়ে সোনা জয় করেল ব্রাজিলের পুরুষ ভলিবল দল | এদিন ব্রাজিল টানা তিনটি সেট ২৫-২২, ২৮-২৬, ২৬-২৪ পয়েন্টে জিতে নেয়| এর আগে অবশ্য গ্রুপ পর্বে এই ইতালির বিপক্ষেই হেরেছিল| তাই ফাইনালে এক রকম প্রতিশোধই নেয় হলুধ জার্সিধারীরা|
আর ভভিবলের ফাইনালে প্রতিশোধের ম্যাচ জিতে রিও অলিম্পিকে মোট সাতটি সোনা জয় করল আয়োজক ব্রাজিল| শেষ বার ব্রাজিল ছেলেদের ভলিবলে সোনা জিতেছিল ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে| এই ইতালিকেই হারিয়েই সেবার সেরা হয়েছিল তারা| অলিম্পিকে ভলিবলে তিনটি সোনার মধ্যে প্রথমটি তারা পায় ১৯৯২ সালে বার্সেলোনায়| এদিকে রাশিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র|