BRAKING NEWS

চড়িলামে রেলের কাজে ঘোটালা প্রকাশ্যে এল সামান্য বৃষ্টিতেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ আগষ্ট৷৷ চড়িলাম এলাকায় রেল লাইন ও আনুসঙ্গিক নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ RAILউঠেছে৷ নিম্নমানের কাজ করে ঠিকাদার অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ৷ এনিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ সংবাদে প্রকাশ, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়৷ রেলের রাস্তার বিভিন্ন কাজ রাজ্যের ঠিকাদারদের দেওয়া হয়েছে৷ চড়িলামে বালুছড়ি এলাকায় ৫৫ নম্বর রেল ব্রিজের এলাকায় রাস্তার পাশে ড্রেইন নির্মাণের দায়িত্বে রয়েছেন ঠিকাদার সেন্টু বৈদ্য৷  তিনি এই ৫৫ নম্বর রেল ব্রিজের আগে ড্রেণ নির্মাণ কাজ করাচ্ছেন৷ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে৷  ড্রেইন নির্মাণের দুই দিনের মাথায় ভেঙ্গে পড়ল ড্রেইনের ওয়াল৷ দীর্ঘ ত্রিশ মিটার ওয়াল সামান্য আধঘন্টার বৃষ্টিতেই ভেঙ্গে পড়েছে৷ এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারের নির্দেশেই চলে গাড়ি ভর্তি করে ইট-সিমেন্ট বিক্রি৷ প্রতিদিন সন্ধ্যায় গাড়ি ভর্তি করে  ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় ঐসব নির্মাণ সামগ্রী৷ এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয়, নানা ধরণের ভয় ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ৷ গুনমান বজায় না রেখে এভাবে নিম্নমানের কাজ চললেও রেলওয়ে কতৃপক্ষের কোন হেলদোল নেই৷ এদিকে, এলাকাবাসী সূত্রে জানা গিয়েছ দশ বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট মিশিয়ে কোনওরকমে কাজ করাচ্ছেন ঠিকেদার৷ এভাবে যদি নিম্নমানের কাজ চলে এবং তা সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ে তাহলে আগামীদিনে যথাসময়ে উদয়পুরে রেল পৌঁছবে কিনা এনিয়ে আশঙ্কা করছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *