কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন ওমর আবদুল্লা, দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.) : কাশ্মীর ইসু্যতে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন ওমর আবদুল্লা| কাশ্মীরের বর্তমান পরিস্থিতি omarনিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি| বর্তমান কাশ্মীর সমস্যার সমাধান সূত্র খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকারকে বোঝানোর জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আবেদন করলেন কাশ্মীরের বিরোধী নেতারা| কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তান অনেকাংশেই দায়ি বলে মন্তব্য করলেন তিনি|
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি দিল্লির দরবারে তুলে ধরতে শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ২০ সদস্যের বিরোধী ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরা| রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে একটি স্মারক লিপিও জমা দেন তাঁরা| পরে সাংবাদিক সম্মেলনে ওমর সাংবাদিকদের বলেন, কাশ্মীর সমস্যার চরিত্র যে প্রধানতঃ রাজনৈতিক, এটা ৱুঝতে ব্যর্থ কেন্দ্রের সরকার| আর তার ফলে আগে থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠা কাশ্মীরের পরিস্থিতির আরও অবনতি হয়েছে|
তিনি বলেন, আমরা রাষ্ট্রপতিকে আবেদন করলাম যাতে তিনি কেন্দ্রীয় সরকারকে আর বিলম্ব না করে রাজ্যের রাজনৈতিক ইসু্যটির সমাধানে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে সদর্থক ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক আলোচনা প্রক্রিয়া শুরু করতে বোঝানোর উদ্যোগ নেন| ওমরের অভিমত, কেন্দ্র রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি সামলাতে লাগাতার অস্বীকার করে চলেছে| এটা হতাশাজনক| রাজ্যের শান্তি, স্থিতিশীলতার ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে এর মারাত্মক প্রভাব পড়তে পারে|
তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের প্রকৃতপক্ষে কী ঘটে চলেছে, সেই ছবিটা তুলে ধরতে আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেছি| এই কাজ শাসক দলের করা উচিত ছিল তা বিরোধী দলকে করতে হল ইতিহাসে এমন নজির আর নেই| তিনি আরও বলেন, গত ২৫ বছরে কাশ্মীরের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে পাকিস্তানের যথেষ্ট ভূমিকা রয়েছে|