২রা সেপ্ঢেম্বরের ধর্মঘটের সমর্থনে আগরতলায় মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ আগামী ২রা সেপ্ঢেম্বর প্রস্তাবিত দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা তপশীলি জাতি সমন্বয় সমিতি শুক্রবার আগরতলায় মিছিল ও সভা সংঘটিত করেছে৷
SCআগামী ২রা সেপ্ঢেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়নগুলির যৌথমঞ্চ৷ ধর্মঘটকে সফল করার লক্ষ্যে রাজ্যেও ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলায় মিছিল ও সভা সংঘঠিত করেছে তপশীলি জাতি সমন্বয় সমিতি৷ মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়৷ ধর্মঘটের সপক্ষে বক্তব্য রাখেন তপশীলি জাতি সমন্বয় সমিতির নেতা তথা তপশীলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক৷ তিনি জানান সংগঠন আজ গোটা রাজ্যে মিছিল ও প্রচার সভা সংঘঠিত করেছে৷ দেশব্যাপী দলিতদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন তিনি৷ রাজ্যের অন্যান্য স্থান থেকেও তপশীলি জাতি সমন্বয় সমিতির মিছিল ও সমাবেশের খবর মিলেছে৷ ২রা সেপ্ঢেম্বরের প্রস্তাবিত বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে৷