অল্পেতে রক্ষা লালসিংমুড়া বাজার এলাকা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ আগষ্ট৷৷ শুক্রবার রাত সাতটা নাগাদ বিশালগড় লালসিংমুড়া মোটরস্ট্যান্ড এলাকায় আগুন fire phtoলাগে টিএনজিসিএল এর একটি গ্যাড়িতে৷ অল্পেতে রক্ষা পেয়েছে গোটা বাজার এলাকা৷ সংবাদে প্রকাশ, টিআর-০১-ডি-১৯৪০ নম্বরের একটি লরি আগরতলা থেকে উদয়পুর যাচ্ছিল৷ লরিটি টিএনজিসিএলএর৷ লরিটি জাতীয় সড়কের লালসিংমুড়া এলাকায় পৌঁছতেই লরির সামনের অংশের একটি সিলিন্ডারে আগুন লাগে৷ ঘটনা বুঝতে পেরে চালক ও সহচালক দ্রুত লরি থেকে নেমে যান৷ খবর দেওয়া হায় ফায়ার সার্ভিসকে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি যানজটের কারণে৷ এদিকে, বাজার এলাকায় শুরু হয়ে যায় চিৎকার চেচামেচি৷ তড়িঘড়ি চালক দৌড়ে গিয়ে একটি তার ছিন্ন করে দেয়৷ তারপরই আগুন নিয়ন্ত্রণে আসে৷ স্থানীয় জনগণরে অভিযোগ বিশালগড়ে ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে৷ তার জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করা হয়েছে৷