BRAKING NEWS

তপ্ত কাশ্মীরে অব্যাহত কারফিউ, হিংসায় মৃত বেড়ে ৬৭

শ্রীনগর, ১৯ আগস্ট (হি.স.): অশান্ত কাশ্মীর উপত্যকায় কারফিউ জারিই হয়েছে| শুক্রবার নিয়ে টানা ৪২ দিন অস্থির পরিস্থিতি J&Kঅব্যাহত ভূস্বর্গে| রাতেও কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার| সন্ধের দিকে দোকানপাট খোলা রাখতে নিষেধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের| এক মাসেরও বেশি সময় ধরে কাশ্মীর উপত্যকায় বন্ধ রয়েছে স্কুল, বন্ধ টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা| ফলে বিপর‌্যস্ত স্বাভাবিক জীবনযাপন| পদস্থ এক পুলিশ অফিসার জানিয়েছেন, ‘অনন্তবাগ, মগম টাউন ও শ্রীনগর শহরের কিছু অংশে কারফিউ জারি থাকবে|’ এদিকে, হিজৱুল মুজাহিদিন কম্যান্ডার ৱুরান ওয়ানির মৃতু্যর পর থেকে শুরু হওয়া হিংসায় এখনও পর‌্যন্ত ৬৭ জনের মৃতু্য হয়েছে|
অন্যদিকে, কাশ্মীরে তপ্ত পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি ও পিডিপি-বিজেপি সরকারকে দায়ি করেছে ন্যাশনাল কনফারেন্স| শ্রীনগরের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহে বিধিনিষেধকে লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেছে ন্যাশনাল কনফারেন্স|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *