BRAKING NEWS

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আরও সহজ হল পিএফের টাকা তোলা

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.) : প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা আরও সহজ করে দিল কেন্দ্রীয় সরকার| এখন থেকে পিএফের epfoটাকা তোলার জন্য নিয়োগকারীর সাক্ষর লাগবে না| অর্থাত্ এতদিন পিএফের টাকা তোলার জন্য আপনার নিয়োগকর্তার অ্যাটেসটেশন লাগতো| এখন থেকে আর তা লাগবে না|
ইপিএফও শুক্রবার জানিয়েছে, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর থাকলেই ১০ডি ফর্ম জমা করা যাবে| তবে ওই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ্যোগ করতে হবে| এই ফর্মে নিয়োগকারীর অ্যাটেসটেশন লাগবে না| উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের ৭.৩৪ কোটি মানুষ যাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর রয়েছে তাদের ইপিএফ নম্বর দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *