বিশেষ প্রতিনিধি, কৈলাসহর, ১৬ আগস্ট৷৷ নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ করে শ্রীঘরে গেল দোলাভাই৷ ঘটনা কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের বালিছড়া এলাকায়৷ অভিযুক্তের নাম মতাছীর আলি৷ তার বাড়ি ফুলবাড়িকান্দি৷
ঊনকোটি জেলার কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের বালিছড়া এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করেছে তারই ভগ্ণীপতি৷ জানা যায়, প্রায় বছর খানেক আগে ইছবপুরে বিয়ে করেছিল মতাছীর আলি৷ স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা৷ মতছীর আলি শনিবার শ্বশুর বাড়িতে এসে জানিায় তার স্ত্রী কাজকর্ম করতে পারছে না৷ তার সুবিধার জন্য শ্যালিকাকে তার বাড়িতে পাঠানোর জন্য৷ সে অনুযায়ী তের বছর বয়সী শ্যালিকাকে বাই সাইকেলে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল ওই দিন সন্ধ্যা নাগাদ৷ বাড়ির কিছুদূরে বাইসাইকেল থেকে হাতে ব্যথা পেয়েছিল নাবালিকাটি৷ তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলেছিল৷ বাড়ির পাশের এক ব্যক্তি বিষয়টি দেখেছিলেন৷ তিনি নাবালিকার বাড়িতে এসে বিষয়টি জানিয়েছিলেন৷ ভগ্ণীপতি তাকে চিকিৎসকরে কাছে না নিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে৷ রাতে বারবার নাবালিকার বাড়ি থেকে ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়৷ রাত সাড়ে বারটা নাগাদ সে নাবালিকাকে নিয়ে বাড়িতে ফিরলে বাড়ির লোকজনরা সেখানে যান এবং তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন৷ নাবালিকাটি সমস্ত বিষয় তার মা বাবাকে জানায়৷ এব্যাপারে কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে সোর্পদ করা হয়৷
অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
2016-08-17
