মুম্বই, ১৭ আগস্ট (হি.স.) : এক আমলার কলার ধরে মেরে বিতর্কে জ়ডালেন মহারাষ্ট্রের এনসিপির এক বিধায়ক| এই ঘটনাটি ঘটেছে একটি সভার ভেতর| বিধায়কের নাম কারজাট সুরেশ|
জমি কেনার উপর বিরোধ নিষ্পত্তির জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল| সেখানে তিনি একদল কৃষকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন| জমি অধিগ্রহণ করার জন্য মালিকদের ক্ষতিপূরণও দেওয়া নিয়ে বিতর্ক চলছিল| বিতর্ক চলাকালীন বিধায়ককে সহকারী জেলাশাসক অভয় কালগুডকারসহ অন্যান্য অফিসারদের জামা ধরে চড় মারতে শুরু করেবলে অভিযোগ| ওই অফিসারকে বিধায়কের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে দেখা যায়নি| যদিও ওই বিধায়ক সাংবাদিক বৈঠক ডেকে বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন|