BRAKING NEWS

সেন্সরশিপের ক্ষমতা আর থাকবে না সেন্সর বোর্ডের হাতে

নয়াদিল্লি, ১৬ অগাস্ট (হি.স.) : সেন্সর বোর্ডে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন| কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি সূত্রের দাবি এবার সেন্সর বোর্ডের হাত থেকে ‘কাঁচি’ চালানোর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে| ছবির সেন্সরশিপের ক্ষমতা আর থাকবে না বোর্ডের হাতে| তারা শুধু ফিল্মকে সার্টিফিকেট দিতে পারবে| সেই নিয়ে কাজ চলছে|
Censor-Boardতথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, সিনেমাটোগ্রাফি অ্যাক্ট অ্যান্ড বিলে বিশাল পরিবর্তন আনতে চলেছে তারা| পার্লামেন্টের শীতকালিন অধিবেশনে বিলটি পেশ করা হবে| আরও জানা গেছে, সেই বিলে সার্টিফিকেশন প্রক্রিয়ারও বদল করা হয়েছে| সেখানে দুটি কমিটি যোগ করা হয়েছে| একটি কমিটি ফিল্মের রিভিউ করবে, অন্যটি পর‌্যবেক্ষণ করবে|
কমিটির সদস্যরা নির্বাচিত হবেন তিনটি ক্ষেত্র থেকে| জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও মনোবিজ্ঞান| ফিল্মের সার্টিফিকেটের ক্ষেত্রেও আসছে পরিবর্তন| প্রতিদিন দুটির বেশি ছবি পর‌্যবেক্ষণ কমিটিতে যাবে না| তত্কাল ক্যাটেগরিও এর আওতায় পড়বে| তবে তাড়াতাড়ি ক্লিয়ারেন্স চাইলে প্রযোজককে অতিরিক্ত টাকা দিতে হবে| সেই টাকা লেবার মিনস্ট্রিতে যাবে| ফিল্ম মেকিং ও এর সঙ্গে যুক্ত কর্মীদের উন্নয়ের কাজে লাগানো হবে সেই টাকা| ধূমপান সম্পর্কেও একটি সচেতনা দেওয়ার কথা বলা হবে| ফিল্মের যেই সিনেম ধূমপান দেখানো হবে, সেখানে তো সচেতনতা মেসেজ থাকবেই| সেই সঙ্গে ছবি শুরুর আগেও সচেতনতা মেসেজ দেখাতে হবে|
সম্প্রতি উড়তা পঞ্জাব নিয়ে পহেলাজ নিহলানি যা পদক্ষেপ নিয়েছিলেন আর তাঁর বিরোধিতায় বলিউড যেভাবে সরব হয়েছিল, তারপরেই বোর্ডে পরিবর্তন আনার কথা ভাবা হয়| বম্বে হাইকোর্ট তখন রায় দিয়েছিল বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিতে ছাড়পত্র দিতে পারে মাত্র| সেন্সর করার অধিকার তার নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *