নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১৩ আগস্ট৷৷ অটো এবং বিএসএফের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোর চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বড়জলাস্থিত মহান ক্লাবের সামনে এই দুর্ঘটনাটি ঘটে৷ তাতে অটোর চালক প্রবীণ সেন(৪৩) গুরুতরভাবে আহত হন৷ গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন৷ প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিএসএফের গাড়িটি প্রবল বেগে এসে অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে৷ অটোটিকে ধাক্কা মেরে বিএসএফের গাড়িটি পালিয়ে যায়৷ পুলিশ এখনো ঐ গাড়িটি আটক করতে পারেনি৷
শনিবার দুপুর দেড়টায় সিপাহীজলা জেলার ছেচরীমাই এলাকায় ঘটে এক মর্মান্তিক যান দূর্ঘটনা৷ উদয়পুর থেকে আসা টিআর-০৩-৪০৪৩ নম্বরে একটি মারুতী খুব দ্রুতবেগে ছেচরীমাই সুকলের পাশে সোনামুড়াগামী টিআর-০১বি-১৪২৭ নম্বরের একটি বাসে ধাক্কা খেলে গুরুতর আহত হন মারুতী চালক নন্দন বর্দ্ধন (৪০) ও মারুতীর যাত্রী ঝুটন দাস (৩৫)৷ তাদের দুজনের বাড়িই উদয়পুরের জামজজুরি এলাকায়৷ দুজনকে দমকলবাহিনীর কর্মী নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে৷ হাসপাতালে চিকিৎসারত চিকিৎসক আহতদের মধ্যে নন্দন বর্দ্ধনের অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ পুলিশ গাড়ি দুটোকে আটক করেছে এবং একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বিশ্রামগঞ্জ থানায়৷