পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম ছয়জন, সাত সকালে রাজধানীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু

TRUCK ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, তেলিয়ামুড়া, ৯ আগস্ট৷৷ মঙ্গলবার সাত সকালে রাজধানীর অভয়নগরে স্বামীর সঙ্গে বাইকে চড়ে যাওয়ার সময় লরি চাপায় স্ত্রী অরুপা সাহা রায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ স্বামী ও শিশু সন্তান আহত৷ এলাকায় চাঞ্চল্য৷
মঙ্গলবার সকালে স্বামী ও সন্তান সহ বাইকে করে যাচ্ছিলেন গৃহবধূ অরুপা সাহা রায়৷ এর মধ্যে তারা অভয়নগরস্থিত বাঁধ সংলগ্ণ স্থানে পৌঁছেন৷ একটি ইট বাহী টিআর০২-১৫২৪ নম্বরের একটি ইটবাহী লরি পেছন দিকে আসার সময় টিআর০১এইচ-৮৯৯৩ নম্বরের বাইকটিকে ধাক্কা দেয়৷ সে বাইকটিতেই স্বামী ও শিশু সন্তান সহ ছিলেন অহভাগী অরুণা সাহা রায়৷ ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান অরুপা৷ এরপর লরিটি তার উপর দিয়ে চলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের নিচে পড়ে যায়৷ ঘটনায় বাইক আরোহী গৃহবধূ অরূপা সাহা রায় এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত৷ তবে নিহতের স্বামী ও শিসু সন্তান অল্পবিস্তর চোট পেলেও তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে৷ ঘটনায় এলাকায় রীতিমত উত্তেজনার পরিস্থিতি কায়েম হয়৷ ছুটে আসেন পুলিশ ও দমকল বাহিনী৷ একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ আর এই দুর্ঘটনা রাস্তার পাশে সুড়কি ভাঙ্গার কারখানা তৈরি হওয়ার ফলেই বলে জানালেন জনৈকা এলাকাবাসী৷ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে চাঞ্চল্যের পাশাপাশি শোকাচ্ছন্ন পরিবেশ৷ পুলিশ এই দুর্ঘটনায় তথাকথিত তদন্তে নেমেছে৷
এদিকে, তুলসীবতী সুকল সংলগ্ণ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মারুতি গাড়ির ধাক্কা এক দোকান কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছে৷ তার নাম অঙ্কুর সাহা৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অঙ্কুর সাহা নামে প্রতাপগড় সুভাষনগর এলাকার এক যুবক মেলারমাঠ এলাকায় একটি দোকানে কাজ করে৷ দোকান মালিক তাকে তুলসীবতী সুকল সংলগ্ণ এলাকায় পাঠিয়েছিলেন বকেয়া টাকা সংগ্রহ করে নিয়ে যাবার জন্য৷ সে অনুযায়ী তুলসীবতী সুকলের কাছে রাস্তা পারাপারের সময় ওই যুবক একটি মারুতি গাড়ির ধাক্কায় আহত হয়েছে৷ স্থানীয় লোকজন গাড়িটি আটক করেন৷ চাপে পড়ে চালক সে গাড়িতে করেই আহতকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে সে পালিয়ে গেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷
এদিকে, ফুটবল খেলা সেরে বাড়ী ফেরার পথে গুরুতর আহত হয়েছেন চালক সহ তিন ফুটবল খেলোয়াড়৷ দুইজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক একটা নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কের ৪৫ মাইল এলাকাায়৷
সংবাদে জানা গিয়েছে, পানীসাগর থেকে টিআর-০৩-জেড-০৩৮২ নম্বরের অল্টো গাড়ি করে তেলিয়ামুড়াতে ফিরছিল তিনজন ফুটবলার৷ আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় আসার পর বাক নিতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে৷ বিকট শব্দ শোনতে পেয়ে স্থানীয় জনগণ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ আহত চারজনের মধ্যে দিবা জমাতিয়া (২৫) এবং বিনয় কুমার জমাতিয়া (২৩) এর অবস্থা সঙ্কটজনক হওয়ায় এদিন রাতেই জি বি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ গাড়িটি আটক করেছে৷