নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ এনফোর্স শাখার কর্মকর্তারা শনিবার নতুননগর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ২৬টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছেন৷ ঐ বাড়িতে বেআইনীভাবে গ্যাস সিলিন্ডার গুলো মজুত ছিল৷ অধিকাংশ সিলিন্ডারই গ্যাস ভর্তি৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা সেখানে অভিযান চালান৷ পুলিশও অভিযানে সামিল হন৷ এব্যাপারে একটি মামলা গৃহিত হয়েছে৷ তবে, অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে গত বেশ কিছুদিন ধরেই বুলেট আসা অনিয়মিত হয়ে পড়ায় রাজ্যে রান্নার গ্যাসের সংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে৷ ব্যাকলগ দু’মাস পেরিয়ে গেছে৷ অনেকের পক্ষেই রান্নাঘরে গ্যাসের জোগান দেওয়া কষ্টকর হয়ে উঠেছে৷ রাজ্যে যে পরিমান গ্যাস বটলিং হচ্ছে তা দিয়ে চাহিদা কোনভাবেই পূরণ করা যাচ্ছে না৷ এই দূর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে গ্যাস এজেন্সিরগুলির একাংশ দূর্নীতিগ্রস্থ লোকজনদের যোগসাজশে কালোবাজারীরা তাদের ব্যবসা রমরমা করে তুলেছে৷ এরই নজির মিলেছে নতুননগরে৷ শুধু নতুননগরই নয়, বিভিন্ন স্থানে এধরনের কালোবাজারী অব্যাহত রয়েছে৷ এনফোর্সমেন্ট শাখা এসব কালোবাজারীর বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করছে না৷ কঠোর মনোভাব গ্রহণ করলে কালোবাজারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যে সম্ভব এধরনের ধরপাকড়ের মধ্য দিয়ে তারই প্রমাণ মিলেছে৷ তবে, এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা দাবি করেছেন, এধরনের অভিযান এর আগেও তারা করেছেন৷ আগামীদিনেও অভিযান অব্যাহত থাকবে৷ তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসলে অভিযান চালাতে কোন ধরনের গাফিলতি করা হয় না বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা৷
2016-08-07
