নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে পার্টির বর্ধিত হল সভা এবং প্রতিবাদ মিছিল সংগঠিত করেন৷ সিপিএম পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাস এবং রাজ্যের পার্টি কর্মীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ পূর্বাভাষ রুখতে ও কর্মীদের মনোবল চাঙ্গা করতে৷ এরই অঙ্গ হিসেবে বক্সনগর সমর স্মৃতি মিলনায়তনে বর্ধিত সভা হয়৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন পার্টির সোনামুড়া মহকুমার সম্পাদক রতন সাহা, অঞ্চল কমিটির সম্পাদক খুরশিদুর রহমান, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক তপন বিকাশ পাল৷ বক্তারা ১৯৮৮ থেকে ১৯৯৩ এর কালো দিনগুলির কথা বলেন৷ কংগ্রেস থেকে দল ত্যাগ করে টিএমসিতে যোগদান করে নতুন স্বপ্ণ দেখছেন ঐ নেতারা৷ বিজেপি এবং টিএমসি ও পাহাড়ে আইপিএফটি যুগলবন্দি অশান্তির বাতাবরণ তৈরি করেছেন বলে বক্তারা অভিযোগ করেন৷ বক্সনগরে ২০১৮ এর নির্বাচন না আসতেই রাজনৈতিক পারদ তুঙ্গে৷ ৮ই আগস্ট বক্সনগর জনসভার ডাক দেয় সিপিএম৷ সম্ভবত ৯ আগস্ট কে সামনে রেখেই ১-৭ পর্যন্ত কর্মসূচী হাতে নিয়েছে দল৷