BRAKING NEWS

খোয়াইয়ে ট্রাকের ধাক্কায় নিহত বৃদ্ধ, মনুতে দুই গাড়িতে সংঘর্ষে জখম সাত

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, খোয়াই, আগরতলা, ৩ আগস্ট ৷৷ মাটি-বালি-ইট বোঝাই গাড়ীগুলির বেপরুয়া গতি একে একে নিচ্ছে নিষ্পাপ কত শত প্রাণ৷ অত্যন্ত নির্মমভাবে পথের বলি হচ্ছে শিশু থেকে বৃদ্ধ, কাতারে কাতারে নিরীহ মানুষ৷ ফের একবার ট্রিপার গাড়ীর ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির৷ বুধবার সকালে সাড়ে নয়টা নাগাদ খোয়াই থানাধীন পহরমুড়া এলাকার বৈদ্যনাথ চৌমূহনীতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনার বিবরন দিতে গিয়ে প্রতক্ষদর্শীরা জানান, নিজ বাড়ী দেউলিয়াটিলা থেকে পহরমুড়া বাজারের দিকে আসছিলেন অধীর চন্দ্র নাথ নামে ঐ ব্যক্তি৷ উনার বয়স হয়েছিল ৭৫ বছর৷ বুধবার সকালে সাইকেলে চেপে পহরমুড়া এলাকার বৈদ্যনাথ চৌমূহনীতে আসতেই দ্রুতগতি সম্পন্ন একটি ট্রিপার গাড়ী তাকে ধাক্কা দেয়৷ ট্রিপার গাড়ীর নম্বর টিআর-০৪-১৮৮৭৷ প্রত্যক্ষদর্শীদের মতে অত্যন্ত বেপরুয়াভাবে ও দ্রুত গতিতেই আসছিল ট্রিপার গাড়ীটি৷ আর এই নিয়ন্ত্রনহীন বেপরুয়া গতিই কেড়ে নিল অধীর চন্দ্র নাথের তরতাজা প্রাণ৷ শেষে উনাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা অধীর বাবুকে মৃত বলেই ঘোষনা করেন৷ বুধবারই ময়না তদন্ত শেষে অধীর চন্দ্র নাথের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে৷
খোয়াইতে ট্রিপার গাড়ী বা বালি, মাটি, ইট বোঝাই গাড়ীগুলি অধিক কামাইয়ের জন্য সকাল থেকে অধিক রাত অবধি শহরের ব্যস্ততম রাস্তার উপর দিয়েই বেপরুয়া গতিতে যাতায়াত করে৷ তাও আবার আরক্ষা প্রশাসনের নাকের ডগা দিয়ে৷ ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে তামশা দেখে৷ কারন এতো আর বাইক নয়, যে পেছন পেছন ধাওয়া করবে৷ তাছাড়া কি শহর কি গ্রাম, রাস্তার উপর দিয়ে বেপরুয়া গতিতে সবসময় চলাচল করা এই সমস্ত গাড়ীগুলির নেই কোন বৈধ কাগজপত্রও৷ কেবল মাত্র থানা বাবুদের সাথে বোঝাপড়ার মধ্য দিয়েই ব্যস্ততম সড়কের উপর দিয়ে বহাল তবিয়তে চলাচল করছে বৈধ কাগজপত্রহীন গাড়ীগুলি৷ তাও বুক উঁচু করে৷ যার ফলে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে খোয়াইতেও নিত্যদিনই ঘটে চলছে যান দুর্ঘটনা৷ আরক্ষা প্রশাসনের চরম উদাসীনতায় আরও একবার একটি নিষ্পাপ প্রাণ ঝড়ে গেল৷ ৭৫ বছর বয়সী অধীর চন্দ্র নাথের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে৷ শীঘ্রই বেপরুয়া যান চলাচলের একটি বিহিত চাইছেন জনসাধারন৷
এদিকে আগরতলায় কংগ্রেসের সমাবেশে যোগ দিতে আসার সময় মনুতে দুই গাড়িতে সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন সাতজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *