BRAKING NEWS

নিয়মিত গ্যাস সরবরাহ করছে না এজেন্সি, প্রতিবাদে পথ অবরোধ বক্সনগরে

lpgনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ আগস্ট৷৷ গ্যাসের দাবীতে কলমচৌড়া গ্রামবাসী সোনামুড়া বক্সনগর পথে নেমে বিক্ষোভ দেখাল৷ প্রায় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল৷ রাস্তা দখল নেবার পর জনজীবন স্তব্ধ হয়ে পড়ে৷ বিশেষ করে অফিস যাত্রী থেকে শুরু করে, সুকল, কলেজ পড়ুয়া ও রোগীরা অনেকই এই সময় ডাক্তার দেখাবার জন্য আগরতলা-উল্লেশ্য রওনা হন৷ কিন্তু কি করবেন গ্যাসের ভোক্তাদের কোন উপায় নেই, গ্যাস না থাকিলে, উনুনে যে হাড়ী চড়বেনা৷ তারপর খবের কর্তীরুক্ষ মূর্তি গিন্নীর খিস্তী শুনতে আর ভাল না লাগার কথা৷ অন্যদিকে দিনের পরদিন আর দুই ম্যাসে তিন মাসে গ্যাস পাওয়া যাচ্ছেনা নাকাল হয়ে হয়রানি শিকার হয়েই ধয্যের বাধ ভেঙ্গে যায় রূপ নেয় আন্দোলন এবং রাস্তা অবরোধ করা ছাড়া বিকল্প নেই৷ সোনামুড়া থেকে রওনা হয়ে আগরতলা যাওয়ার জন শত শত গাড়ীগুলি আটকে পড়ে, আবার আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার গাড়ীগুলি ও আটকে পড়ে৷ যানবাহন অচল হয়ে পড়ায় খবর পৌঁছে যায় পুলিশ প্রশাসনের দৃষ্টি গোচরে৷ কলমচৌড়া থানার ভার প্রাপ্ত আধিকারিক প্রভাত শীল উনার দলবল নিয়ে উপস্থিত হন অবরোধের ঘটনাস্থলে৷ তাদের দুঃখ দুর্দশায় বিবরন বর্ননা করলেন ওসি প্রভাত শীল৷ এর নিকিট তার কিছুক্ষন পর সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বাবুল দাস, সঙ্গে ডি সি এসে বিক্ষোভ কারী আমজনতার দুঃখ দুর্দশার কাহিনী শ্রবন করেন এবং শান্ত থাকার জন্য অনুরোধ করেন৷ আমজনতার অভিযোগ আমরা গ্যাস সঠিক সময়মত পাইনা মেসার্স বক্সনগর আর জিজি এল বি ইনডেন এজেন্সীর মালিক তথা আবুল জামাল কে জিজ্ঞাসা করে ও সঠিক সদুত্তর মিলে না ভোক্তাগন হয়রানী শিকার গোটা বক্সনগরের দূর দূরান্ত সিলিন্ডার নিয়ে আসে গ্যাস নেবার জন্য সারা দিন সময় নষ্ঠ করে  লাইন ধরে গ্যাস পাচ্ছে না লম্বা লাইন হঠাৎ করে বলে দেয় গ্যাস নাই৷ কি কারনে নেই জিজ্ঞাসা করতে গেলেই বিপদ, ভয়ে ভোক্তাগন কিছু বলতে সাহস পাচ্ছে না৷ কারন কাশেম মিঞা বক্সনগর কলসীমুড়া গ্রামের রাজনৈতিক প্রভাব শালী ব্যক্তি৷ তারই ছোটভাই আবুল জামাল গ্যাস এজেন্সীর মালিক৷ অপরদিকে বক্সনগর আর ডি ব্লকের চেয়ারম্যান জেসমিন আক্তার উনার স্ত্রী শাসক দলীয় প্রভাব বিস্তার কার প্রতি গাড়ীতে ৩০৬টি গ্যাস আসে কিন্তু ২০০ গ্যাস গ্রাহকদের প্রদান করে, বাকী গুলি গোপনে ব্লেকে বিক্রি করে দিচ্ছে বলে ভোক্তাদের অভিযোগ এস ডি পির নিকট৷ আরো অভিযোগ করেন কতৃপক্ষের আচার ব্যবহার নিয়ে৷ গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়-টিআর-০১ই-৪৩০৭ অটো এবং টিআর-০১বি-৩৬০৮, টিআর-০১ এক্স-১৮০০ দিয়ে পাচার হচ্ছে, কিন্তু দেখাছে ভয়ে কিছুই বলতে সাহস পাচ্ছে না৷ সোনামুড়া পুলিশের উচ্চ-আধিকারিক তথা বাবুল দাস, গ্রাহকদের ২৪ ঘন্টার মধ্যে গ্যাসের বন্দোব্যস্ত করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন তারপর গ্রাহক পথ অবরোধ তুলে নেয়৷ সঙ্গে সঙ্গে ডি সি এবং এস ডি পি ও কলমচৌড়া থানার ওসি প্রভাত শীল গ্যাস এজেন্সীর ভিতর হানা দেয়৷ বেশ কিছু বই দিয়ে গ্যাস সংগ্রহ করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *