বিশালগড়ে নেশা বিরোধী অভিযান, সাফল্যের মুখ দেখছে প্রশাসন

Charilamনিজস্ব প্রতিনিদি, চড়িলাম, ২ আগস্ট ৷৷ মাদকদ্রব্য সমাজ, জাতি এবং দেশকে প্রভূত ধংসে নিমজ্জিত করে৷ ধবংস করে যুব সমাজসহ দেশের আপাময় জনসাধারনকে৷ বর্তমানে মাদক শক্তির চরম ঝুকিতে অবস্থায় করছে৷ এর বিশক্ত ছোবলে ভবিস্যৎ প্রজন্ম চরম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ এখনই এই অভিযোগ থেকে রক্ষা না করতে পারলে না প্রতিকার না করতে পারলে অদূর ভবিষ্যতে ইহায় বিরূপ প্রভাবে সমাজ তথা দেশ অভিশ্বাস্য রকম পরির্বতন সাধিত হবে৷ গত কয়েকদিন ধরে বিশালগড় ও চড়িলামে নেশা বিরোধী অভিযান চলছে৷ মঙ্গলবার বিশালগড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শত শত লিটার দেশীমদ ও পেট্রোল উদ্ধার করা হয়৷ তাছাড়া কয়েকশো বোতল বিলেতি মদ ও উদ্ধার করা হয়৷ বিশালগড়ের থানার পুলিশ ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে কমলাসাগর, মধুপুর ও  দেবীপুর বাজার তেএক শতশত লিটার দেশী ও কয়েকশ বোতল বিলাতি মদ উদ্ধার করেন বিশালগড় থানার এসডিপিও প্রবীর পাল ও ডিসিএম উত্তম দাস বৈষ্ণবের যৌথ উদ্যোগে৷ বিশাগড়ে এসডিপিও হিসাবে  যোগদানের পর প্রবীর পাল, মহকুমা শাসকের অধিনে ডিসিএম উত্তম দাস বৈষ্ণবকে সঙ্গী করে দফায় দফায় অভিযান চালিয়ে অবৈধ চোরাকারবারী মদ বিক্রেতা ও কালোবাজারীদের গুপ্ত স্থানে হানা দিয়ে বিশাগড়ে আলোরন সৃষ্টি করে ফেলেন৷ উত্তম দাস বৈষ্ণব জানান আগামী দিনেও এই অভিযান  জারি থাকবে৷ যুব সমাজকে বাঁচাতে তিনি অভিযান প্রতিদিন চালিয়ে যাবেন বলে জানান৷