BRAKING NEWS

রাজ্যে পেট্রোলের সংকট কৃত্রিম ভাবে, ইঙ্গিত মিলল আইওসি’র তথ্যে

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ চাহিদা অনুযায়ী যোগান কম থাকলেও রাজ্যে পেট্রোলের এই সংকট কৃত্রিম ভাবে সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে৷ আইওসি’র তরফে প্রাপ্ত তথ্যে গত তিন মাসে পেট্রোলের চাহিদা এবং যোগান সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, প্রতিদিন রাজ্যে পেট্রোলের চাহিদা ১ লক্ষা ৫০ হাজার লিটার৷ সেই ক্ষেত্রে মে মাসের চাহিদা ছিল ৪৫ লক্ষ লিটার৷ সেই অনুযায়ী পেট্রোল এসেছে ৪৪ লক্ষ ৮৮ হাজার লিটার৷ জুন মাসে চাহিদার তুলনায় পেট্রোল এসেছে ৪০ লক্ষ ৩৬ হাজার লিটার৷ ২৯ জুলাই পর্যন্ত ৪৩ লক্ষ ৫০ হাজার লিটার চাহিদার তুলনায় পেট্রোল এসেছে ৩৮ লক্ষ ৩২ হাজার লিটার৷ শনিবার রাজ্যে পেট্রোল ঢুকেছে ৭ লক্ষ ৫০ হাজার লিটার৷ এই তথ্য অনুসারে ২৯ জুলাই পর্যন্ত যে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে তাতে মারাত্মক সংকটের কোন হিসেব মিলছে না৷ মে, জুন ও জুলাইয়ের হিসেব করা হলে চাহিদার তুলনায় যোগানের ঘাটতির কারণে জুলাইয়ে পেট্রোলের প্রয়োজন ছিল ৬৪ লক্ষ ১৬ হাজার লিটারের৷ গত কয়েক দিনের ঘটনাক্রমে স্পষ্ট যে সারা রাজ্যের মধ্যে কেবল রাজধানী আগরতলাতেই পেট্রোল নিয়ে মারাত্মক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে৷ এক্ষেত্রে প্রশ্ণ উঠেছে, যে পরিমাণ পেট্রোল রাজ্যে এসেছে তা কোথায় গিয়েছে৷ এর থেকেই কৃত্রিম সংকটের বিষয়টি এখন বিশেষ ভাবে ভাবচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *