BRAKING NEWS

মামলার তদন্ত করতে গিয়ে আক্রান্ত মহিলা পুলিশকর্মীরা, একজন ভর্তি জিবি হাসপতালে

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগর কেন্টানম্যান্ট রোডে মামলার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হল মহিলা পুলিশ৷ হামলায় গুরুতর জখম হয়ে এক মহিলা হেড কনস্টেবল বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ মহিলা হেড কনস্টেবলের নাম গায়িত্রী দাস৷ সংবাদ সূত্রে জানা যায়, ভাটি অভয়নগরের কেন্টানম্যান্ট রোডে  জয়ন্ত মালাকারের পরিবারের সঙ্গে প্রতিবেশী ভুলু দাসের পরিবারের লোকজনদের চার-পাঁচদিন আগে ঝগড়া হয়৷ এব্যাপারে জয়ন্ত মালাকার আগরতলা পশ্চিম মহিলা থানায় একটি মামলা দায়ের করেন৷ পশ্চিম মহিলা থানার পুলিশ এএসআই উপাসনা দেববর্মা এবং হেড কনস্টেবল গায়িত্রী দাস সহ অন্যান্যরা মামলার তদন্ত করতে যান৷ তখনই অভিযুক্ত ভুলু দাসের ছেলে ভিকি দাস ও তার ভগ্ণীপতি পুলিশের ওপর হামলা চালায়৷ হামলায় এএসআই এবং হেডকনস্টেবল আহত হয়৷ তাদের মধ্যে হেড কনস্টেবলের অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ এদিকে গাড়ির চালক সুজয় দেব আক্রান্ত হয়েও এএসআই এবং হেড কনস্টেবলকে ঘটনাস্থল থেকে কোনক্রমে উদ্ধার করে নিয়ে আসে বলে জানা গেছে৷ এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *