নয়াদিল্লী, ২৮ জুলাই৷৷ সন্ত্রাস দমন এবং মাদক পাচারের বিরুদ্ধে ভারত ও বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল তা
দ্রুত কার্য্যকর করার উপর গুরুত্বারোপ করা হয়েছে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে৷ বৃহস্পতিবার নয়াদিল্লীতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মধ্যে বৈঠকে হয়েছে৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারীকরা৷
বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করা হবে৷ তিনি সম্প্রতি বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলা ও বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ করেন৷ তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভারতের পূর্ণ সহায়তা থাকবে সন্ত্রাসবাদের লড়াইয়ে৷
বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে সেই দেশে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে প্রতিবেশী সবগুলি রাষ্ট্রকে একজোট হয়ে লড়াই করতে হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে কোন ধরণের সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে না আর হবেও না৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযান অব্যাহত থাকবে৷
এদিকে, এদিনের বৈঠকে দুই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যেসব বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে সেগুলি দ্রুত বাস্তবায়নের উপর৷ জঙ্গী দমন ও সীমান্ত অপরাধ রুখতে দুই দেশ একজোট হয়ে কাজ করবে বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷