নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ ধলাই জেলার রইস্যাবাড়ি থানা এলাকার রাণীপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বালকটির নাম হরতনজয় ত্রিপুরা(১২)৷ সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র৷ বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়েছিল৷ পুকুরের পাড়েই বিদ্যুৎ পরিবাহী লাইনের তার ছিঁড়ে পড়ে রয়েছে৷ সে তা দেখতে পায়নি৷ বিদ্যুতের তারে স্পর্শ হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় তার দেহ৷ তার হাত এবং পা মারাত্মকভাবে ঝলসে গেছে৷ স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঐ বালক৷ এলাকাবাসীর অভিযোগ এলাকায় বিদ্যুৎপরিবাহী তার বেশ কিছুদিন ধরেই ঝুলে রয়েছিল৷ বিষয়টি বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্মকর্তাদের জানিয়েছিল এলাকাবাসী৷ কিন্তু তাতে কোন কর্ণপাত করেননি তারা৷ বিদ্যুৎ নিগমের কর্মীদের গাফিলতির কারণেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক বালক মৃত্যুপথযাত্রী৷ ঘটনার দায় বিদ্যুৎ নিগমের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এলাকার লোকজন৷ বালকটির চিকিৎসার সমস্ত ব্যয়ভার এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি উঠেছে৷
2016-07-29