নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ সিধাই থানার অধীন বড়কাঁঠাল বাজারস্থিত সেন্ট্রাল ব্যাঙ্কে চোরের হানার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কোন এক সময়৷ বুধবার সকালে বিষয়টি নজরে আসে৷ সংবাদে প্রকাশ বড়কাঁঠাল সেন্ট্রাল ব্যাঙ্কের পেছনের দরজা ভেঙেই চোরেরা ভেতরে ঢুকেছে৷ তবে কি চুরি না কোন নাটক এনিয়ে প্রশ্ণ উঠেছে বিভিন্ন মহলে৷ দুপুরে খবর পেয়ে সিধাই থানার পুলিশ ব্যাঙ্কে ছুটে যায়৷ তবে ব্যাঙ্ক থেকে কোন সামগ্রী চুরি হয়নি বলে জানা গিয়েছে৷ এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিমত এই চুরির ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে৷
2016-07-28