নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ রাজধানী আগরতলায় পেট্রোলের জন্য যে লাইন দেখা গেছে তা স্মরণ কালের সমস্ত
রেকর্ড ভেঙে দিয়েছে৷ বুধবার আগরতলায় গণরাজ চৌমুহনী, মোটরস্ট্যান্ড, রাধানগর এবং মিলনচক্রস্থিত পেট্রোল পাম্পগুলিতে দ্বিচক্র এবং চার চাকার গাড়ির যে দীর্ঘ লাইন দেখা গেছে তাতে রাজ্যে পেট্রোলের জন্য হাহাকার পড়ে গেছে বলেও মনে করা হচ্ছে৷ রাধানগরস্থিত পেট্রোল পাম্পটিতে যে লাইন ছিল তা রাজভবন পর্যন্ত গিয়ে পৌঁছেছিল৷ গণরাজচৌমুহনীস্থিত্ পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করার জন্য দ্বিচক্র যান চালকদের লাইন পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগার ছাড়িয়ে গিয়েছিল৷ গাড়ির লাইন আশ্রম চৌমুহনী পর্যন্ত গিয়ে পৌঁছেছিল৷ একই অবস্থা মোটরস্ট্যান্ডস্থিত পেট্রোল পাম্পেও৷ এই পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করার জন্য লাইন মঠ চৌমুহনী ছাড়িয়ে গিয়েছিল৷ মিলনচক্রেও প্রায় দুই কিলোমিটার লম্বা ছিল দ্বিচক্র যান এবং চারচাকার গাড়ির লাইন৷
এই অবস্থা থেকে ধারণা করা হচ্ছে রাজ্যে পেট্রোলের আকাল পড়েছে৷ অবশ্য গত সোমবার এবং মঙ্গলবার এই দু’দিন টানা রাজধানীতে কোন পাম্পে পেট্রোল আসেনি৷ গত দু’দিন পেট্রোলের জন্য রাজধানীতে একাধিক স্থানে পথ অবরোধ করতে দেখা গেছে যান চালকদের৷ বুধবার পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল আসতেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন দ্বিচক্র যান ও চার চাকার গাড়ির চালকরা৷
আশ্চর্যের বিষয় এও যে, এদিন মহিলাদের লাইনও ছিল অনেকটাই লম্বা৷ সাধারণত, মহিলাদের খুব একটা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হয়না৷ সংখ্যার দিক দিয়ে কম হওয়ায় তারা লাইন ছাড়ায় তেল সংগ্রহ করে বেরিয়ে যেতে পারেন৷ কিন্তু আজ তাদেরকেও দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে৷
এদিকে, কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল আসতে পারে আগাম অনুমান করে দ্বিচক্র যানচালকরা ভিড়তে শুরু করেছিলেন৷ ঝামেলা হতে পারে আশঙ্কা করে পেট্রোল পাম্পের মালিকরা এবিষয়ে পুলিশকে অবগত করেন৷ সে মোতাবেক পশ্চিম থানার পুলিশ পরিস্থিতি যাতে জটিল আকার ধারণ না করে তার জন্য আগাম প্রস্তুতি নেয়৷ দুর্গাবাড়িস্থিত পেট্রোল পাম্পের সামনে বেশ কয়েকজন দ্বিচক্র যান চালকদের সারিবদ্ধভাবে দাঁড়াতে দেখে ঐ পাম্পের মালিক পুলিশে খবর দেন৷ যথারীতি পশ্চিম থানার পুলিশ এসে সারিবদ্ধভাবে দাঁড়ানো যান চালকদের বুঝিয়ে সেখান থেকে সরাতে সক্ষম হয়৷
এদিকে, বুধবার মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং জানিয়েছেন, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে ৭১৮টি ট্রাক রাজ্যে প্রবেশ করেছে৷ এর মধ্যে ২৫ ও ২৬ তারিখ পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি এবং বিমানের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার এসেছে৷ আজ জ্বালানিবাহী কোন ট্যাঙ্কার আসেনি৷ এবিষয়ে তথ্য তুলে ধরে তিনি জানান, গত দু’দিনে পেট্রোল ৩৪টি, ডিজেল ৩৬টি, কেরোসিন ১০টি, এলপিজি ২৮টি এবং বিমানের জ্বালানি তেলবাহী ১৪টি ট্যাঙ্কার এসেছে৷ এদিন তিনি তিনদিনে কি পরিমাণ গাড়ি প্রতিদিন ঢুকেছে সে হিসেবও দিয়েছেন৷ মুখ্যসচিব জানান, ২৫ জুলাই ২৭৭টি, ২৬ জুলাই ৩৫১টি এবং ২৭ জুলাই ৯০টি ট্রাক ঢুকতে পেরেছে৷ আজকে লোয়ারপোয়ার অংশে ভীষণ বৃষ্টি হচ্ছে৷ সেজন্য ট্রাকের সংখ্যা কমে গেছে৷