BRAKING NEWS

কুসংস্কারের কড়াল গ্রাসে মুঙ্গিয়াকামীর বিস্তীর্ণ উপজাতি জনপদ, ডাইনী অপবাদে তাড়িয়ে দেওয়া পরিবারের হদিশ নেই, মানসিক রোগে আক্রান্ত ১১জনকে হাসপাতালে পাঠাল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুলাই ৷৷ প্রকাশিত সাংবাদের জেরেই প্রশাসনের ও স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল স্বাস্থ্য

তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন মানসিক রোগে আক্রান্তরা৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷
তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন মানসিক রোগে আক্রান্তরা৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

শিবির করল মুঙ্গিয়াকামী ব্লকের নবঞ্জয় এডিসি ভিলেজের তুলাইয়া পাড়ায়৷ স্বাস্থ্য শিবির থেকে এক পরিবারের ৯জন সদস্য সহ আরো দু’জনকে মানসিক রোগী হিসেবে চিহ্ণিত করে বর্তমানে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে মঙ্গলবার দুপুর ২টা নাগাদ৷ তবে চিকিৎসকরা তাদের মানসিক রোগী হিসেবে চিহ্ণিত করলেও ঐ পরিবারগুলির দাবী তারা ডাইনী আক্রান্ত হয়েছে৷ বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে৷
জানা যায়, আমাদের সংবাদ সম্প্রচারের পরই টনক নড়ে প্রশাসনের৷ খঁুজ খবর নিয়ে আজ তেলিয়ামুড়া মহকুমা শাসক জয়ন্ত দে এর নেতৃত্বে খোয়াই জেলার সিএমও পি কে মজুমদার৷ অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস, মুঙ্গিয়াকামী প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ অনিতা দেববর্মা, চাম্পাহাওর থানার ওসি নারায়ন চক্রবর্তী, খোয়াই এসডিএম সহ বিশাল সংখ্যায় স্বাস্থ্য কর্মী ও পুলিশ বাহিনী এলাকায় একটি স্বাস্থ্য শিবির করে৷ তবে স্বাস্থ্য পরিষেবার দিকে নজর ছিলনা এলাকাবাসীর৷ তারা ওঝা ও বৈদ্যের দ্বারা তাদের ভাল করার চেষ্টা করছিল৷ তবে অনেক যুক্তি তর্কের পর মহকুমা শাসক তেলিয়ামুড়ার চেষ্টায় তাদের তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আশা হয়৷
তবে উল্লেখ্য আজ থেকে প্রায় এক মাস আগে ঐ এলাকার সাপ্রাই দেববর্মার মেয়ে মনিহার দেববর্মা (১৬) অসুস্থতার কারন হিসেবে ঐ এলাকার বাসুদেব দেববর্মার মেয়ে তথা মঙ্গলক্ষী দেববর্মা (১২) কে দায়ী করে৷ কারন সে তাদের নজরে ডাইনী৷ এই আপবাদে বাসুদেব দেববর্মার পরিবারের চারজন সদস্যকে এলাকাবাসী গ্রাম ছাড়া করে দেয় এবং তাদের উপর আক্রামণ চালায়৷ প্রানে বেঁচে যায় মঙ্গলক্ষী দেববর্মা৷ পরবর্তী সময়ে এই তুলাইয়া পাড়া থেকে রাতের অন্ধকারে উত্তর মহারানী পুর এর আত্মীয় তথা রেবতী দেববর্মার বাড়ীতে আশ্রয় নেয়৷ বর্তমানে আজ ও তাদের অস্থায়ী ঠিকানা রেবতী দেববর্মার বাড়ী৷ কারন ভয়ে তারা গ্রামে ফিরতে চায়না৷ সেখানে গেলে মঙ্গলক্ষীর প্রান নাশের হুমকি ও আছে৷ এর পরই সংবাদের জেরে প্রশাসনের চোখ খোলে৷ যারা বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন তারা হলেন ১) মনিহার দেববর্মা (১৬), বিশ্বপতি দেববর্মা (৩০), স্বর্নলতা দেববর্মা (২২), ওয়াকতি দেববর্মা (৯), জারিনী দেববর্মা (১৫) শ্যামল দেববর্মা (২৭), ধনপতি দেববর্মা (৩০), গিরিবালা দেববর্মা (৩০), জগতছরি দেববর্মা (১৮), অজিত দেববর্মা (২৪), কার্তিক দেববর্মা (৬০), এর মধ্যে মনিহার দেববর্মা, জারিনি দেববর্মা, জগতছরি দেববর্মা ও স্বর্নলতা দেববর্মার অবস্থা খারাপ৷ তাদের আগামী দিনে মানসিক হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানায় চিকিৎসকরা৷
তবে প্রশাসনের পক্ষ থেকে ডাইনী আক্রান্তদের চিকিৎসার ব্যাবস্থা করা হলেও ডাইনী অপবাদে গ্রাম ছাড়া বাসুদেব দেববর্মার প্রতি প্রশাসন কোন পদক্ষেপ নেই নিন৷ তারা জানেই না বর্তমানে কোথায় আছে ডাইনী অপবাদ দেওয়া পরিবারটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *