শ্রীনগর, ২৬ জুলাই (হি.স.): কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে, সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে খতম হল ৪ পাকিস্তানি জঙ্গি| জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে এক জঙ্গিকে| সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে, নওগাঁও সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতু্য হয়েছে ৪ পাকিস্তানি জঙ্গির| জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে এক জঙ্গিকে| নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে সেনা|
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, ‘এক জন জঙ্গিকে জীবিত অবস্থায় পাকড়াও করাটা সত্যিই বড় সাফল্য| এ বার পাকিস্তানের আসল সত্যটা সামনে আসবে|’ সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র তরফে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বছর জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা সংখ্যায় বেশি| কিন্তু, কার্গিলের মত ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে অনেক বেশি প্রস্তুত সেনা|